নবীনগর পূর্বশত্রুতার জেরে প্রবাসীকে মারধোরের অভিযোগ।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ , ২১ মে ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাহরাইন প্রবাসী নাজমুল হক (৪০) নামের এক ব্যক্তিকে মারধোরের অভিযোগ উঠেছে।।
শুক্রবার (২১ মে) সন্ধ্যার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিন লক্ষীপুর গ্রামের উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নাজমুল হক দক্ষিন লক্ষীপুর গ্রামের উত্তরপাড়া এলাকার ইয়াকুব আলী। তিনি বাহরাইন থেকে চলতি মাসের ৩ তারিখ দেশে ফিরেন।
আহতের চাচাতো ভাই শাহ আলম জানান, সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগর ফেরার পথে লক্ষীপুর নামক যায়গায় স্থানীয় মুসলিম মিয়ার ছেলে মাহিন ও দিদারসহ ১০-১৫ জন দূর্বৃত্ত তার ভাই নাজমুল হকের উপর হামলা করেন। পরে তাকে পিটিয়ে রক্তান্ত করে রাস্তার পাশে রেখে সবাই পালিয়ে যায়।
তিনি অভিযোগ করে আরও বলেন, হামলার সময় নাজমুলের কাছ থেকে স্বর্ণের তৈরি একটি হাতের ব্রেসলেট ও ১০হাজার টাকা ইউসুফ মিয়ার ছেলে মুজাম্মেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বর্তমানে প্রবাসী নাজমুল হক গুরুতর আহত হয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকাও রেফার করা হয়েছে।
এব্যাপারে জানতে চাইলে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল সূত্রে জানতে পারি এক প্রবাসীকে কয়েকজন দূর্বৃত্ত পিটিয়ে আহত করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনোও কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পাওয়া মাত্রই আহত পরিবারকে আইনী সহযোগিতা দেয়া হবে।
আপনার মন্তব্য লিখুন