সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবিতে সরাইল রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ , ২০ মে ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী নারী সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি ও তাঁর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড়ে শপার্স গ্যালারীতে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম সুমন, সহ- সভাপতি রাকিবুর রহমান রকিব, অর্থ সম্পাদক রোজিনা বেগম, কার্যকরী সদস্য শরিফুল ইসলাম সিয়াম প্রমূখ।
বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এসংক্রান্ত সকল আন্দোলনে রিপোর্টার্স ইউনিটির সদস্যরা একাত্মা প্রকাশ করে অংশ নেবে।
আপনার মন্তব্য লিখুন