ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ , ২০ মে ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশ থেকে সোহেল হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে
সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাঁনপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোহেল হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার পূর্ব চান্দিক্ষকরা গ্রামের চাঁন মিয়ার ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, স্থানীয় লোকজন রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, মালবাহী কোনো একটি ট্রেনে যুবকটি কাটা পড়ে মারা গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন