বিজয়নগর ট্রাকের সাথে প্রাইভেটকারের ধাক্কায় ৩ জন নিহত।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ , ২০ মে ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ব্রাক্ষনবাড়িয়া প্রতিনিধি।।ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়ককের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে প্রাইভেটকারের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন প্রাইভেটকারচালক বিল্লাল হোসেন (৩২)। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার কোম্পানীগঞ্জের বড়আলমপাড়া এলাকার মন্টু মিয়ার ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঁনচন কুমার জানান, সকালে একটি পণ্যবোঝাই ট্রাক ঢাকা মেট্রো-ট (২২- ৮৭৭৯) মহাসড়কের আমতলা নামক স্থানে দাঁড়ানো ছিল।
এ সময় সিলেট অভিমুখী একটি প্রাইভেটকার ঢাকা মেট্রো-গ (২৯-৪২৪৪) নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারচালক ও আরেকজন আরোহী মারা যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। এ দুর্ঘটনায় আহত হন আরও চারজন। তাদেরকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। আহত বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি পণ্যবোঝাই ট্রাক দাঁড়ানো ছিল। একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২জন আরোহী নিহত হন। এসময় আহত হন আরও চারজন আরোহী। পরে হাসপাতালে নেয়ার পথে আর এক আরোহীর মৃত্যু হয়৷ আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন