১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

করোনা মোকাবেলায় মানুষের কল্যাণে মানুষকে এগিয়ে আসার আহ্বান সাবেক এমপি জিয়াউল হক মৃধা’র

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ , ১৩ মে ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) সাংবাদিক জালাল সবসময় এ গ্রামের মানুষের পাশে ত্রাণ বা ঈদ উপহার নিয়ে মানুষের মাঝে হাজির হয়। তারই উদারতা দেখি আমার মনে পড়ে মানুষ মানুষের জন্য। এ করোনা দুর্যোগ মোকাবেলায় মানুষের কল্যাণে মানুষকে এগিয়ে আসার আহ্বান করলেন,সাবেক এমপি এড. জিয়াউল হক মৃধা। বুধবার ( ১২ মে) বিকালে নোঁয়াগাও ইউনিয়নের কাটানিসার গ্রামের নিজ বাড়িতে সাংবাদিক এম, ডি জালাল মিয়ার সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন। সাবেক এমপি এড. জিয়াউল হক মৃধা বলেন, করোনা ভাইরাস একটি সংক্রামক ব্যাধি, আপনারা যারা ত্রাণ গ্রহণ করছেন সর্বসময় হাত ধুয়ে মাক্স ব্যবহার করবেন, ও সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এড. জিয়াউল হক মৃধা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এড. সৈয়দ তানভীর হোসেন কাউছার, নোয়াগাঁ ইউপি চেয়ারম্যান মো. কাজল চৌধুরীসহ এলাকার সর্বস্তরের মানুষ। ঈদ উপহার অনুষ্ঠানের সভাপতি ও আয়োজক সাংবাদিক এমডি জালাল মিয়া বলেন, নিজের সামান্য সামর্থের মধ্যে গ্রামের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে শুধুমাত্র চেষ্টা করে যাচ্ছি। তিনি সভাপতির বক্তব্যে সরাইল বাসী কে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সরকারের দেওয়া
স্বাস্থ্যবিধি মেনে ঈদ পালন করার আহবান করেন সাংবাদিক এম,ডি জালাল।
অনুষ্টানে শতাধিক মানুষের মাঝে শাড়ি সহ ঈদের খাদ্য সামগ্রী বিতরণ শেষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2021
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আরও পড়ুন