সরাইল থানার নতুন ওসি মো. আসলাম হোসেন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ , ১২ মে ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার নতুন ওসি মো. আসলাম হোসেন।
সরাইল থানার নতুন ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আসলাম হোসেন। মঙ্গলবার (১১মে) রাতে নতুন কর্মস্থলে যোগ দেন তিনি। কর্মস্থলে যোগ দিয়ে নতুন ওসি হিসেবে থানার সকল পুলিশ সদস্যের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
পুলিশের এই কর্মকর্তা সরাইল থানায় যোগদানের আগে মানিকগঞ্জ জেলা সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে নারায়ণগঞ্জ ফতুল্লায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মো. আসলাম হোসেন ১৯৯৫ সালে উপ-পরিদর্শক হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মুসলিম পরিবারের সন্তান। তিনি দুই ছেলে সন্তানের জনক।
আপনার মন্তব্য লিখুন