ব্রাহ্মণবাড়িয়া সদর থানার নতুন ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ , ১২ মে ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল আকন্ঞ্জি,স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক মোহাম্মদ এমরানুল ইসলামকে পদায়ন করা হয়েছে। বুধবার (১২ মে) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে তাকে সদর মডেল থানায় পদায়ন করা হয়। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিন পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) কর্মরত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে এমরানুল ইসলামকে সদর মডেল থানায় পদায়ন করার পর তিনি থানার দায়িত্বভার বুঝে নিয়েছেন। তার আগে হেফাজতে ইসলামের তাণ্ডবের এক মাস পূর্ণ হওয়ার দিনে গত ২৬ এপ্রিল সদর মডেল থানার ওসি মো. আবদুর রহিমকে পুলিশ সদর দফতরের এক আদেশে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়।
আপনার মন্তব্য লিখুন