সাংবাদিকদের অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করুন, রিয়াজ উদ্দিন জামি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ , ১১ মে ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি কর্মক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীলতা আরো বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন। এসময় তিনি জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের যথাযথ গুরুত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করে নিজ নিজ প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সহায়তারও আহ্বান জানান।
গত রবিবার (৯ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জানার্লিষ্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল ইউ টিভির উপজেলা প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জানার্লিষ্ট অ্যাসোসিয়েশনে সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল-আমিন শাহীনের সভাপতিত্বে ও বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ইউ টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জানার্লিষ্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মফিজুর রহমান লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জানার্লিষ্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ আরজু, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, এনটিভির নিজস্ব প্রতিবেদক শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জানার্লিষ্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জানার্লিষ্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য যমুনা টিভির জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, এসএ টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে আমন্ত্রিত অতিথিরা ইউ টিভির উপজেলা প্রতিনিধিদের প্রতিষ্ঠান প্রদত্ত প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
আপনার মন্তব্য লিখুন