সরাইলবাসীকে উপজেলা মহিলা- ভাইস চেয়ারম্যানের ঈদ শুভেচ্ছা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ , ১১ মে ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরাইলবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পরিষদের মহিলা – ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম।
আজ গণমাধ্যমে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,বর্তমান বৈশ্বিক করোনা সংকটে পূর্বের ন্যায় হয়তো ঈদ উৎসব পালন করা হবেনা, তবুও সরাইলের সকল ধর্মপ্রাণ মুসলিমদের সামাজিক দুরুত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে ঈদের আনন্দ ভাগাবাগি করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি।
ধর্মপ্রাণ মুসলিমরা পুরো এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকে। বিসর্জন, আত্মত্যাগ বা নৈকট্য লাভের মধ্যদিয়ে এই মাসটি অতিবাহিত করে। বিশ্বের মুসলিম উম্মাহর প্রথম সার্বজনীন আনন্দ উৎসব হলো পবিত্র ঈদুল ফিতর।
তিনি বলেন, এই দিন সকল মানুষ সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ এক সাথে উপভোগ করে থাকে। সংযমের ব্রত পালনের পর সার্বজনীন মানবতার অবারিত কল্যাণের বার্তা বয়ে আনুক ঈদ-উল-ফিতরে। তিনি পবিত্র ঈদুল ফিতর সরাইলসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন