ব্রাহ্মণবাড়িয়ায় আঃ রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ , ১১ মে ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল আকন্ঞ্জি,স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরের জালশুকা গ্রামে আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জালশুকা মোল্লা বাড়ি প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন
পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক প্রমূখ।
আবদুর রহিম স্মৃতি পাঠাগারের সভাপতি তুহুরা বেগমের সার্বিক ব্যবস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও আবদুর রহিম স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জাবেদ রহিম
বিজন।
বক্তারা,অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসায় আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগকে সাধুবাদ জানান।
পরে অতিথিবৃন্দ ৪৫০ জনের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য, নবীনগরের বড়াইল ইউপি চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক প্রয়াত আবদুর রহিম হুমায়ুনের নামে এই পাঠাগারটি প্রতিষ্ঠিত।
আপনার মন্তব্য লিখুন