বাউনবাইরার কথা,অসহায় মইনুল মিয়াকে একটি ভ্যান ও নগত অর্থ প্রদান।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ , ১০ মে ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
প্রজেক্ট স্বাবলম্বী-৪, ২০২১ইং এর সংগৃহীত অনুদান দ্বারা প্রায় ৩০টি পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে বাউনবাইরার কতা। ইতিমধ্যে “বাউনবাইরার কথা” একটি মানবিক সংগঠন হিসেবে বিভিন্ন জনকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ একজন গরীব অসহায় মইনুল মিয়াকে ভ্রাম্যমান ফল ও সবজি বিক্রি করার জন্য একটি ভ্যানগাড়ি ও মালামাল ক্রয়ের জন্য কিছু পূঁজি দেয়া হয়েছে।
জানা যায় মঈনুল মিয়া। ট্রাকের হ্যাল্পার ছিল কয়েকমাস আগে তার পাইলসের অপারেশন হয় যে কারণে ট্রাকে যেতে পারে না কোন ভারী কোনো কাজও করতে পারে না। সে জামালপুর থেকে গত ৩০ বছর আগে ব্রাহ্মণবাড়িয়া এসেছে। পরিবার নিয়ে অন্যের জায়গায় ঘর করে থাকছে। তার দুই মেয়ে এক ছেলে। সবাই ছোট। সে তার এক ছেলেকে নিয়ে ভ্রাম্যমাণ ফল ও সবজি বিক্রি করতে পারবে বলে বাউনবাইরার টিমকে জানালে, বাউনবাইরার কতার প্রজেক্ট স্বাবলম্বী-৪, ২০২১ ইং এর অনুদান দ্বারা মঈনুল মিয়াকে ফল ও সবজি বিক্রির জন্য একটি নতুন ভ্যান, ওজন মাপার ডিজিটাল মেশিন এবং পুঁজি বাবদ নগদ ৫,০০০/-টাকা সহায়তা প্রদান করে বাউনবাইরার কতা।
এই প্রজেক্ট বাবদ ব্যয় হয়েছে ২৪,০০০/-টাকা। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ভাই ভ্যানের সম্পুর্ণ টাকা দিয়েছেন। নতুন ভ্যানগাড়ি ও পুঁজি পেয়ে মইনুল মিয়ার চোখেমুখে আত্মতৃপ্তির প্রতিচ্ছবি ফুটে উঠে ।
আপনার মন্তব্য লিখুন