এক অসহায় পরিবারকে গরু বাছুর ও আর্থিক সহায়তা দিলেন, বাউনবাইরার কথা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ , ৯ মে ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
প্রজেক্ট স্বাবলম্বী-৪, ২০২১ইং এর সংগৃহীত অনুদান দ্বারা এবার অনেকগুলো অসহায় পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে বাউনবাইরার কতা। তারই ধারাবাহিকতায় আজ একটি অসহায় পরিবারকে ০১টি গরু (বাছুর সহ) হস্তান্তর করা হয়েছে।
আজ ব্রাহ্মণবাড়িয়া অষ্টগ্রামের স্বামীহারা অসহায় আসমা বেগমের কিছুটা দুঃখ কস্ট লাগবের জন্য প্রজেক্ট স্বাবলম্বী-২১ তাদের পাশে দাড়িয়েছে। আসমা বেগমের ৪মেয়ে এক ছেলের মধ্যে একজন প্রতিবন্ধী। তিনি অসহায়ত্ব নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করছেন।
উল্লেখ্য উক্ত মানবিক সংগঠন বাউনবাইরার কথা আসমা বেগমের সাথে কথা বলে জানতে পারর তিনি গরু পালতে পারবেন। বাউনবাইরার কতার প্রজেক্ট স্বাবলম্বী-৪, ২০২১ ইং এর অনুদান দ্বারা ১টি গাভী (বাছুর সহ) ও প্রাথমিক লালনপালন করার জন্য নগদ ৫,০০০/- দিয়ে পাশে দাড়িয়েছে।
বাউনবাইরার কথার দায়িত্বপ্রাপ্তরা ব্রাহ্মণবাড়িয়া সদর অষ্টগ্রামে আসমা বেগমের নিজ বাড়িতে গিয়ে গরু বাছুর হস্তান্তর করে নগদ ৫০০০টাকা অনুদান দিয়েছেন এবং ভবিষ্যতে আরো কিছু দেয়ার পরিকল্পনা আছে।
আপনার মন্তব্য লিখুন