বিশ্বরোডে পুলিশের এপিসিতে অগ্নিসংযোগকারী প্রীতম গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ , ৮ মে ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্বরোড় পুলিশের এপিসিতে অগ্নিসংযোগকারী গ্রেফতার।
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের হরতালের দিন পুলিশের এপিসিতে পেট্রল দিয়ে অগ্নিসংযোগের মূলহোতা জাকারিয়া আহমেদ প্রীতমকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রহিছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। প্রীতম সরাইল উপজেলার নোয়াগাঁও পশ্চিম পাড়ার মৃত নাছির উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি বিশেষ টিম আজ ( ৮মে) শনিবার বিকাল ৪টার দিকে গাজীপুর সদর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি জাকারিয়া আহমেদ প্রীতম এপিসিতে অগ্নিসংযোগ পরবর্তীতে পুলিশের গুলিতে আহত হয়ে গাজীপুরে আত্মগোপনে থেকে ভাড়া বাসায় চিকিৎসা নিচ্ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রহিছ উদ্দিন সাংবাদিকদের জানান, গ্রেফতার জাকারিয়া আহমেদ প্রীতম এপিসিতে অগ্নিসংযোগ পরবর্তীতে পুলিশের গুলিতে আহত হয়ে গাজিপুরে আত্মগোপনে থেকে ভাড়া বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। এপিসি পোড়ানোর ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশ্বরোড এলাকায় ভাংচুর, অগ্নিসংযোগ ও সহিংসতায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন তিনি।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদ এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি অ্যাকশনের খবরে গত ২৬-২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। এ সময় ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় নিহত হয় ১২ জন। এসব ঘটনায় ৫৬টি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন