মজিদ নাহার ফাউন্ডেশনের উদ্যোগে অতিদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ , ৭ মে ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ায় মজিদ নাহার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও অতিদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।
মজিদ নাহার ফাউন্ডেশনের সহ সভাপতি এইচ এম জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক সভাপতি মো. আরজু, সাবেক সিনিয়র সহ সভাপতি আল আমিন শাহীন।
বক্তারা মজিদ নাহার ফাউন্ডেশনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় অতিদ্ররিদ্র ও অসহায়দের পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে অতিথিবৃন্দ পাঁচশ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, নুডুলস, তেল, চিনি, আটা, চালসহ অন্যান্য উপকরণ।
আপনার মন্তব্য লিখুন