ফেসবুকে ধর্মকে কটাক্ষ করে স্ট্যাটাস, ব্যবসায়ী আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ , ৭ মে ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল অরুয়াইলের কাপড় ব্যবসায়ী ধর্মকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় রতন রায় (৩৯) নামের এক কাপড় ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে উপজেলার অরুয়াইল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। রতন রায় ওই এলাকার মৃত অবনী রায়ের ছেলে, বাজারের কাপড় ব্যবসায়ী।
শুক্রবার (৭ মে) রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ইন্সপেক্টর (তদন্ত) কবির হোসেন। এরআগে বিকেলে উপজেলার অরুয়াইল বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
ইন্সপেক্টর কবির হোসেন জানান, রতন রায় তার ফেসবুক থেকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে একটি স্ট্যাটাস দেয়। এ নিয়ে স্থানীয় মানুষের মাঝে উত্তেজনা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ রতন রায়কে আটক করে জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে আসে। রতন রায় প্রথমে পুলিশকে জানায় তার আইডি হ্যাক হয়েছে। পুলিশ বিষয়টি প্রাথমিক তদন্তের পর তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।
আপনার মন্তব্য লিখুন