আগে সৎ ছিলেন, এখন নেই! এইচ এম সিরাজ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ , ৪ মে ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ভালো-মন্দ বৈশিষ্ট্যের মানুষ সর্বকালে সকল পেশাতেই ছিলেন-আছেন, থাকবেনও। কেননা, মন্দ আছে বলেই ‘ভালো’র কদর। যেমন- আঁধার আছে বলেই আলো’র এতোটা মূল্য। আমাদের জাতিগত চরিত্রে ‘নৈতিকতার’ মান অনেক নিচে নেমে গেছে, এর ধাক্কা স্বভাবতভাবে সাংবাদিকতায়ও লেগেছে বৈকি।
–
‘আগে সাংবাদিকরা সৎ ছিলেন, এখন নেই’- এ ধরণের ঢালাও মন্তব্য যথারীতি অজ্ঞতা। সম্প্রতি ‘সাংবাদিকতা পেশায় সততা’র বিষয়ে আলোচনার সঙ্গে ‘আজকালের সাংবাদিকতাকে’ যেভাবে পাইকারি দোষারোপ হচ্ছে, তা নি:সন্দেহে মতলববাজ কোনো রাজনৈতিক মগজের ভ্রষ্ট চিন্তা বৈ কিছুই নয়। কেননা, দেশে এখনো অসংখ্য প্রবীণ, জ্যেষ্ঠ,তরুণ সাংবাদিক,গণমাধ্যমকর্মী আছেন, যাঁরা ব্যক্তিগত, সামাজিক জীবনে নিরেট সৎ। পেশাগত ক্ষেত্রে সত্য প্রকাশে আপোষহীন। তাঁরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।
–
জগতের সব পেশায় ভালো-মন্দের অবস্থান বিদ্যমান। আমাদের জাতিগত চরিত্রে নৈতিকতার স্খলন ক্রমশই বাড়ছে। আর সে কারণে এ সময়ের গোটা সাংবাদিকতা পেশাটাই নষ্ট হয়ে গেছে বলে, কিংবা সব সাংবাদিকের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ আনয়ন একেবারেই অযৌক্তিক।
এইচ এম সিরাজ, বিশিষ্ট কলাম লেখক
আপনার মন্তব্য লিখুন