ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ , ৩ মে ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল আকন্ঞ্জি,স্টাফ রিপোর্টার:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪ হাজার ৬২১ জনকে দেওয়া হচ্ছে এই অর্থ সহায়তা।
আজ সোমবার (৩ মে) বেলা ১১টায় পৌরসভা চত্বরে অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র নায়ার কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র হোসনে আরা বাবুল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, পৌরসভার সচিব মো. শামসুদ্দিন ও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মীর মো.শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী ঈদ উপহার স্বরূপ নগদ ৪৫০ টাকা করে অর্থ সহায়তা তুলে দেওয়া হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন