সরাইল যুবলীগ নেতাদের ইফতার বিতরণ।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ , ৩ মে ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) করোনা ভাইরাস মোকাবিলায় সারাদেশে লকডাউনে সারাদেশের ন্যায় কর্মহীন সরাইলের শ্রমজীবি মানুষ। রিকশাওয়ালা থেকে শুরু করে ফুটপাতের হকার, পরিবহন শ্রমিক ও দোকান কর্মচারী ও দিনমজুর মানুষেরা কর্ম-সংকটে দিন কাটাচ্ছে। পবিত্র রামাদ্বান উপলক্ষে এ পরিস্থিতিতে সরাইল উপজেলা আওয়ামী যুবলীগ কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন সিজারও রনি
রবিবার (২ মে) ২০২১ বিকেল ৫ ঘটিকায় সরাইল উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে সামনে, বাজার রোড সহ পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করেন।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী, সাবেক ছাত্রলীগে নেতা মফিজুর রহমান রনি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফেজুল আসাদ সিজার এর যৌথ উদ্যোগে রান্না করা খাবার, মাস্ক ও ইফতার বিতরণ করা হয়েছে।
করোনার প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে আওয়ামী যুবলীগের মাসব্যাপী রান্না করা খাবার, মাস্ক ও ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর এ সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এড. শাহানুর ইসলাম, প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম ফেরদৌস।
সরাইল উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাহফুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, জেলা যুবলীগের সহ-সভাপতি শেখ মাসুদ মিয়া, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম ভূইয়া, সাধারণ সম্পাদক জসিম রানা, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাজী ইকবাল হোসেন,জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জাহাঙ্গীর হোসেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন