ব্রাহ্মণবাড়িয়ায় রোজা রেখে কৃষকের ধান কাটছে যুবলীগ।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ , ১ মে ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল আকন্ঞ্জি,স্টাফ রিপোর্টার :ব্রাহ্মণবাড়িয়ায় হতদরিদ্র ও বর্গা চাষিদের ধান কেটে দিয়েছে জেলা যুবলীগের নেতাকর্মীরা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২০ সদস্যের একটি দল শিমরাইলকান্দি গ্রামের বাবুল মিয়া নামে এক কৃষকের দুই বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস বলেন, “শ্রমিক সংকট দেখা দেওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। তাই জেলার গরিব ও অসহায় কৃষকদের ধান কাটার কাজে সহযোগিতা করতে জেলা যুবলীগ জেলার ১০০টি ইউনিয়নে টিম গঠন করেছে। যেখানেই শ্রমিক সংকট, সেখানেই যুবলীগ নেতা-কর্মীরা উপস্থিত হয়ে কৃষকের ধান কেটে দেবে।”
এসময় জেলা যুবলীগের সভাপতি এডভোকেট শাহনূর ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন