৭ই জুন, ২০২৩ ইং | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ , ৩০ এপ্রিল ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল করেছেন নিখোঁজ ব্যক্তির স্বজনরা।

বৃহস্পতিবার সকালে নবীনগর ডাকবাংলো প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

জানা যায়, সম্প্রতি সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথের বাড়িতে কতিপয় লোক তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। তার প্রেক্ষিতে গৌরাঙ্গ দেবনাথ থানায় মাঝিকাড়াস্থ সুমন উদ্দিনসহ একাধিক ব্যক্তির নামে একটি জিডি করেন। ওই জিডি করার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা নিখোঁজ হয়ে যায়। কয়েক দিন নিখোঁজ থাকায় আজ তাদেরই স্বজনরা সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা নিয়ে মিছিলে নামেন। তার করা মিথ্যা অভিযোগের বিচার দাবি করেন। পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয়।

পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেন। পরবর্তীতে সুমন উদ্দিনের মা এ ঘটনায় সুবিচার পেতে থানায় লিখিত আবেদন করেন।

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ জানান, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন