সরাইলে কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ নেতারা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০৪ পূর্বাহ্ণ , ২৯ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ নেতারা।
সরাইল উপজেলা যুবলীগের নেতা সিজার ও রণির
নেতৃত্বে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। বুধবার( ২৮ এপ্রিল ) উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া টিটু মিয়া নামের কৃষকের ধান কেটে দেয়া হয়।
কৃষক টিটু মিয়া বলেন, আমি গরিব মানুষ ধান কেটে বাড়িতে নিতে পারছিলাম না। যুবলীগ নেতৃবৃন্দ ধান কেটে আমাদের সহযোগিতা করেছেন। তাদের ধন্যবাদ জানাই।
এ সময় যুবলীগের নেতারা জানান,কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশে, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি এড. শাহানুর ইসলাম এবং বিপ্লবী সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস ভাইয়ের তত্ত্বাবধানে আজকে গরীব অসহায় কৃষক ভাইয়ের ধান কেটে ঘরে তুলে দিলাম। তারা আরো জানান,আমরা সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দরা কালিকচ্ছ দত্তপাড়া পশ্চিম বন্ধে কৃষক টিটু মিয়ার ধান কেটে ঘরে তুলে দিয়েছে।
আপনার মন্তব্য লিখুন