১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

বুড়িচংয়ে বাকশীমুল উত্তর পাড়া প্রবাসী মানবতা কল্যাণ ঐক্য ফোরামের উদ্যোগে নগদ অর্থ প্রদান

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ , ২০ মার্চ ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মারুফ হোসেনঃ কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নং বাকশীমুল ইউনিয়নের বাকশীমুল গ্রামের ৩ নং ওয়ার্ডের প্রবাসীদের উদ্যোগে গত ১লা এপ্রিল ২০২০ তারিখে স্থাপিত হয় ” বাকশীমুল উত্তর পাড়া প্রবাসী মানবতা কল্যাণ ঐক্য ফোরাম”।
করোনার প্রাদুর্ভাবে খাদ্য সমস্যার সৃষ্টি হলে প্রথম ধাপেই প্রবাসীদের উদ্যোগে ২ নং বাকশীমুল ইউনিয়ন ৩নং ওয়ার্ডের প্রায় ১৩৫ অসহায় পরিবারকে ১০০০ টাকা করে ১ লক্ষ ৩৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়। করোনার প্রাদুর্ভাব থেকে শুরু করে এ পর্যন্ত বাকশীমুল প্রবাসী মানবতা কল্যাণ ঐক্য ফোরামের উদ্যোগ ৪ লক্ষ টাকা আর্থিক ভাবে সহযোগিতা করা হয় বাকশীমুল উত্তর পাড়া সকল অসহায়দের মাঝে।

১৯ ফেব্রুয়ারি ২০২১ তারিখে বাকশীমুল উত্তর পাড়া জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।মিলাদ মাহফিল শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা। পরে সকল এলাকার সকল মান্যগণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একজন অসহায় মানুষকে ৫৪ হাজার টাকা নগদ অর্থ দিয়ে সংগঠনটি আরো ব্যাপকভাবে সাড়া ফেলে এলাকায়। নগদ অর্থ প্রদান করার সময় উপস্থিত ছিলেন সবেক মেম্বার হাজী মোঃ মোসলেম উদ্দিন, সম্ভব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ মফিজুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন আনু, ৩ নং ওয়ার্ড মেম্বার মোঃ ফারুক খাঁন, হাজী আঃ রৌফ, মোঃ আব্দুল জলিল, বাকশীমুল উত্তর পাড়া জামে মসজিদের ইমাম মোঃ আতিকুল ইসলাম, মোঃ জাকির হোসেন, আবদুল গফুর, মোঃ বুলবুল, প্রবাসী নজরুল ইসলাম সহ আরো অনেকে। প্রবাসীদের এসমস্ত উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাবেক মেম্বার মোঃ মোসলেম উদ্দিন, মোঃ মফিজুল ইসলাম, বাকশীমূল ইসঃ সুন্নীয়া মাদ্রাসার গনিত শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।
সকল প্রবাসীরা তাদের পরিবার,দেশ, জাতি ও সকল প্রবাসীদের জন্য দোয়া কামনা করেন। এ করোনার সময়ে অনেক প্রবাসীরা বিভিন্ন দেশে কষ্টে দিন কাটাচ্ছে। তারা সকলে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।এলাকার সব মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ অসহায় গরিবদুঃখী মানুষের সেবা করাই বাকশীমুল উত্তর পাড়া প্রবাসী মানবতা কল্যাণ ঐক্য ফোরামের মূল উদ্দেশ্য।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন