ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রেসক্লাবের সম্মেলন অনুষ্ঠিত সভাপতি-হারুনুর রশীদ ঢালী.সা: সম্পাদক মোবারক হোসেন চৌধুরী (নাছির)
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:২৯ পূর্বাহ্ণ , ২ জানুয়ারি ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
কসবা প্রতনিধি ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রেসক্লাবের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শরিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সমম্মেলনে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম,কসবা আর্দশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভুইয়া,কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তসলিম মিয়া,কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ ভুইয়া,বীর মুক্তিযোদ্ধা এম এইচ শাহ আলম প্রমুখ।
বক্তব্য রাখেন; কসবা পশ্চিম ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি মনির হোসেন,কসবা টি আলী কলেজ ছাত্রলীগের সভাপতি সফিউর রহমান সাগর, পৌর কাউন্সিলর আবু ছায়েদ,কসবা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রতন সরকার প্রমুখ। । এছাড়া কসবা উপজেলা প্রেসক্লঅবের সদস্য ও সদস্যরা বক্তব্য রাখেন।
সম্মেলনে সভাপতি পদে খ.ম.হারুনুর রশীদ ঢালী ও সাধারণ সম্পাদক পদে মোবারক হোসেন চৌধুরী নাছিরকে নির্বাচিত করে ২১সদস্য বিশিষ্ট কসবা উপজেলা প্রেসকাব কমিটি গঠিত হয়।
বক্তারা ,কসবা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বস্ত্যনিষ্ঠ সংবাদ প্রকাশে সরকারের উন্নয়নে বলিষ্ঠ ভ’মিকা রাখার অনুরোধ করেন।
মোবারক হোসেন চৌধুরী (নাছির) ,কসবা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া।
আপনার মন্তব্য লিখুন