মধ্যরাত থেকে সারা দেশে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ , ২০ অক্টোবর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনে অনড় নৌযান শ্রমিকরা। ১১ দফা দাবীতে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে পূর্ব ঘোষণা অনুযাযী এই ধর্মঘট শুরু করছেন তারা। একই দাবিতে গত দেড় বছরে আরও তিনবার ধর্মঘটে গিয়েছিল তারা। নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল শাখার যুগ্ম সম্পাদক একিন আলী মাস্টার জানান, ধর্মঘট শুরুর সকল প্রস্ততি তারা সম্পন্ন করেছেন। শ্রমিকরা সন্ধ্যার পর থেকে নৌবন্দর এলাকায় ফেডারেশন কার্যালয়ে অবস্থান নিয়েছেন। নদী বন্দরে গিয়ে রাত ১২টা ১ মিনিট থেকে তারা সকল নৌযান চলাচল বন্ধ করে দেবেন।
আপনার মন্তব্য লিখুন