২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

বন্যার বিস্তৃতি বিভিন্ন জেলায়, ২৫ জনের মৃত্যু—

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ , ২১ জুলাই ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

চলমান বন্যা দেশের ২৫টি জেলায় বিস্তৃত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। তিনি বলেন, বন্যায় এ পর্যন্ত ২৫ জন মারা গেছেন। এরমধ্যে ২১ জন প্রাপ্তবয়স্ক ও চারজন শিশু। মঙ্গলবার সচিবালয়ে উদ্ধারকারী নৌযান নির্মাণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সঙ্গে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা জানান। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় তিন কোটি ২১ লাখ টাকা নগদ ও ৯ হাজার টন চাল দেয়া হয়েছে বলেও জানান এনামুর রহমান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ নৌবাহিনীর নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরকে ৬০টি মাল্টিপারপাস অ্যাক্সিসিবল রেসকিউ বোট সরবরাহ করবে। প্রতিবছর ২০টি করে তিন বছরে ৬০টি বোট সরবরাহ করা হবে। প্রতিটি বোট নির্মাণে খরচ হবে ৪৫ লাখ টাকা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন