বগুড়ার শেরপুরে ফিল্মি স্টাইলে ছিনতাই চেষ্টায় আটক ১
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ , ৭ জুন ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
বগুড়ার শেরপুর ফিল্মি স্টাইলে চোখে মরিচের গুড়া ছিটিয়ে নগদ টাকা, স্বর্ণ ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় আদর মোহন্ত নামের এক যুবককে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ৬ জুন শনিবার সকালে পৌর শহরের কর্মকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানাযায়, পৌর শহরের কর্মকার পাড়া এলাকায় জয় জগন্নাথ জুয়েলারীর প্রোপাইটর গগন চন্দ্র দাস প্রতিদিনের ন্যায় শনিবার সকাল ১০টায় দোকান খোলার সময় পূর্ব পরিক্লপনা অনুযায়ী একই এলাকার একটি স্বর্ণ দোকানের কারিগর আদর মোহন্ত স্বর্ণ ব্যবসায়ী গগন দাসের চোখে মরিচের গুড়া ছিটিয়ে হাতে থাকা একটি ব্যাগে নগদ ২ লক্ষ টাকা দুই ভড়ি স্বর্ণ ও ১৫০ ভড়ি চাঁন্দির গহনা ছিনতায় করে নিয়ে যাওয়ার সময় এলাকার স্থানীয় জনসাধারনের হাতে আটক হয়। ছিনতাইকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে বাধা দিলে নাইম ও ডালিম মোহন্ত নামের দুই যুবকের হাতে ধারালো অস্ত্রের আঘাতে আহত করে। পরে কৌশলে তাকে আটক করে শেরপুর থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, আসামীকে থানায় আটক করা হয়েছে, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য লিখুন