ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে ভয়াবহ টর্নেডোর আঘাতে ৪টি গ্রাম বিধ্বস্ত
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ , ৬ জুন ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
নিজস্ব সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সরাইলে আকস্মিক ঘূর্ণিঝড়ে ৪টি গ্রামের ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। আজ শনিবার (০৬) জুন সকালে সরাইল উপজেলার বুড্ডাপাড়া ও নাসিরনগর উপজেলার সদরের পশ্চিমপাড়া, এবং আশুরাইল বেনীপাড়া, শ্রীঘর গ্রামের উপর দিয়ে কয়েক সেকেন্ড স্থায়ী এ ঝড় বয়ে যায় । এতে বেশকিছু ঘরবাড়ি ও গাছপালা ভেঙ্গে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
এ বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী জানান, এ ঝড়ে কাঁচা-পাঁকা সহ বেশ কিছু ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে এবং গাছপালার ব্যপক ক্ষতি হয়েছে। এতে ৫ জন আহত হয়। আমরা ক্ষতিগস্থ গ্রামগুলো পরিদর্শন করছি।
আপনার মন্তব্য লিখুন