২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

জনপ্রতিনিধি হওয়া চাই মানবিক তার-ই দৃষ্টান্ত ঘাটুরার মহসিন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ , ৪ জুন ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

বাপ্পি আহম্মেদঃ সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায়ও ওএমএস এর ত্রান এবং প্রধানমন্ত্রীর উপহার নয়ছয় এর দায়ে বেশ কয়েকজন মেম্বার, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান বরখাস্ত হয়েছে।

তার মধ্যে ব্যতিক্রমও আছে দু-একজন। মাছিহাতা ইউপি চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল ও সুহিলপুর ইউপি চেয়ারম্যান আজাদ হাজারি আঙ্গুর একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মহসিন খন্দকার। এই তিনজন বয়সে তরুন জনপ্রতিনিনিধি মাঠে সাধারন মানুষের পাশে সারাক্ষন থাকার জন্যে সাধ্যমত চেষ্টা করেছেন। এর মধ্যে মহসিন খন্দকারের নাম সবারই জানা। ইউনিয়ন পরিষদের একজন কনিষ্ট জনপ্রতিনিধি (মেম্বার) হয়েও মানবিক ভূমিকায় সে অনেকের চেয়ে এগিয়ে। লকডাউনের শুরু থেকে সুহিলপুর ইউনিয়ন পরিষদের এই জনপ্রতিনি ত্রান নিয়ে তার এলাকার প্রতিটি মানুষের দরজায় কড়ানেরেছেন।


লক ডাউন চলাকালে তার বাড়ী এবং মার্কেটের ভাড়াটিয়াদের দুই মাসের ভাড়া এবং বিদ্যুৎ বিল মওকুফ করে এলাকায় আলোচনায় এসেছেন। লকডাউন শেষ হলেও তার মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে মহসিন। সে আজ তার এলাকার একটি দরিদ্র পরিবারকে গৃহ নির্মানের জন্যে নগদ ১০ হাজার এবং দুটি পরিবারকে গভীর নলকূপ টিউবওয়েল পাইপ সহ নানা সামগ্রী বিতরন করেছেন। এলাকার ২০ টি হতদরিদ্র পরিবারকে ১ হাজার টাকা করে নগদ ২০হাজার টাকা প্রদান করেছেন। ঘোষনা দিয়েছে তার এই তৎপড়তা অব্যাহত থাকবে। তার এই মানবিক কাজে সে গণমাধ্যমকর্মী হিসেবে আমাদের সহযোগীতা কামনা করেছেন। আসলে আমাদের প্রথম সারির জাতীয় গণমাধ্যমে সংবাদের সময়ের অনেক গুরুত্ব রয়েছে। যার ফলে নানা সিমাবদ্ধতার কারণে মহসিনদের মতো মানবিক খবর গুলো সব সময় প্রচার করা সম্ভব হয়না। তবে চেষ্টা করছি সবসময় মানবিক জনপ্রতিনিধিদের পাশে থাকার জন্যে। যা আগামীদিনেও তাদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন