২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

করোনায় মৃত্যু হওয়ার তিন ঘন্টার পর মরদেহে ভাইরাস থাকেনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ , ৪ জুন ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

brahmanbaria times

মোঃ ইকবাল হোসেনঃ করোনা উপসর্গ কিংবা করোনা পজিটিভ হয়ে দেবিদ্বারে কয়েক জনের মৃত্যু হওয়ার পরে দেখা গেছে মরদেহ এর পাশে আপন, ভাই, বোন, ছেলে,মেয়ে,আত্নীয়-স্বজন পাশে থাকে না যা অত্যান্ত দুঃখ জনক। মৃত্যু হওয়ার তিন ঘন্টার পর লাশে ভাইরাস থাকেনা,এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা।এরপরও যদি করোনা পজিটিভ কারো আত্নীয়-স্বজন তার সাথে বা মৃত ব্যাক্তির সংস্পর্শে আসতে না চায় তাহলে তাদের সামাজিকভাবে বয়কট করা দরকার।তাদের নাম প্রকাশ করে লিফলেট বিতরন করা দরকার,তাদের নামে সকল সাংবাদিক সহকর্মীরা নিউজ করা দরকার যেন মানুষ এই নরপশুদের চিনতে পারে, তাদের যেন সমাজের লোকজন বয়কট করতে পারে।আমি চাই তাদের বিরুদ্ধে যেন প্রশাসনের লোকজন কঠোর ব্যাবস্থা নেয়।মনে রাখতে হবে যে কেউ যে কোন সময় করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে সুতরাং আমাদের সকলের মানবিক হওয়া দরকার।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন