দেখার কেউ নেই! এই হলো আশুগঞ্জের চিত্র!!
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ , ৩ জুন ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ডেস্ক রিপোর্টঃ এই চিত্র আগে নয়। আজ ৩জুন বুধবার আশুগঞ্জ বাজারের চিত্র এটি। এই হলো আমাদের সামাজিক দূরুত্বের নমুনা। কারো নেই মাস্ক। নেই সামাজিক দুরুত্ব। এ যেন নারী পুরুষ মিলন মেলা চলছে। অভিবাবকহীন আশুগঞ্জকে দেখার কি কেউ নেই। সবার প্রশ্ন দেশের এই পেক্ষাপটে কি ভাবে সাপ্তাহিক হাট বসলো আশুগঞ্জ বাজারে। সচেতন মহল মনে করেন সময় থাকতে না বুঝলে দ্বিতীয় নারায়নগঞ্জ হতে খুব একটা সময় লাগবে না।
আপনার মন্তব্য লিখুন