২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া সাবেক জিএস সুমন মিয়া রিভলবার গুলিসহ আটক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ , ১ জুন ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

ডেস্ক রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে বিদেশি রিভলবার ও ২রাউন্ড গুলি সহ জেলা যুবলীগের সহ-সভাপতি ও সাবেক জিএস সুমন মিয়াকে আটক করেছে র‍্যাব। রোববার জেলা শহরের পশ্চিম পাইকপাড়ার ট্যাংকের পাড় থেকে তাকে আটক করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামীলীগের সভাপতি মুসলেম মিয়ার ছেলে।

রোববার দুপুরে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে অভিযান পরিচালনা করে রিভলবার ও গুলি সহ সুমন মিয়াকে আটক করা হয়। এই ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন