ঘরে থেকেই করোনা মুক্ত হলেন, কিরণ কুমার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ , ৩০ মে ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
হোম আইসোলেশনে থেকে করোনা ভাইরাস থেকে মুক্ত হলেন বলিউড অভিনেতা কিরণ কুমার। আক্রান্ত হওয়ার দুই সপ্তাহ পর তার করোনার নমুনা নেগেটিভ এসেছে। বিষয়টি কিরণ কুমার নিজেই নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, পুনরায় কোভিড-১৯’র পরীক্ষা করানোর পর আমার নমুনা নেগেটিভ এসেছে। তবে আমার পরিবারের সবাই এখনো হোম আইসোলেশনের কঠোর নিয়ম মেনে চলছে। একেবারে একা আইসোলেশনে থাকার বিরক্তি ছাড়া আমার আর কোনো রকম সমস্যা অনুভব হচ্ছে না। গত দুই সপ্তাহ ধরে তাকে সাহায্য করার জন্য নিজের পরিবার, চিকিৎসক ও নার্সদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৭৪ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতা।
আপনার মন্তব্য লিখুন