মোঃ ইসহাক ভূইয়া এর মৃত্যুতে মোকতাদির চৌধুরী এমপি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা-এর শোক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২১ পূর্বাহ্ণ , ২৯ মে ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা-এর উপদেষ্টা, বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব, মুজিব বাহিনীর যুদ্ধকালীন কমান্ডার, আশুগঞ্জের কৃতি সন্তান মোঃ ইসহাক ভূইয়া (৭৫) করোনায় আক্রান্ত হয়ে গতকাল রাতে ঢাকার একটি হাসপাতালে পরলোক গমন করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা-এর সভাপতি র.আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
এছাড়াও জেলা সমিতির পক্ষে এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সচিব (প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক) মোঃ খলিলুর রহমান এবং জেলা সমিতির অতিরিক্ত সধারণ সম্পাদক মোঃ মঈনউদ্দিন মঈন।
আপনার মন্তব্য লিখুন