ভারী বর্ষণে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সড়ক ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ , ২৮ মে ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের একটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। দু’ভাগ হয়ে গেছে সড়ক। এতে ওই সড়ক দিয়ে জেলা সদর থেকে নবীনগর পর্যন্ত সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার ও বুধবারের ভারী বর্ষণে সড়কটিতে ভাঙ্গন দেখা দেয় বলে স্থানীয়রা জানান।
সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর পশ্চিমপাড়ায় ভাঙ্গনস্থানে সড়কটি দু’ভাগ হয়ে গেছে।
সড়কের পাশে থাকা বাড়িঘরের পানি সড়কের নিচ দিয়ে নিষ্কাসনের ব্যবস্থা করায় এই ভাঙ্গন সৃষ্টি হয়।
এতে বুধবার থেকে সড়কের ওই স্থান দিয়ে কোন যানবাহন পেরুতে পারছেনা।
জেলা শহরের গোকর্ণঘাট এলাকা থেকে নবীনগরের সীতারামপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি ব্যস্ততম সড়ক। নবীনগর উপজেলার মানুষ ছাড়াও সদরের কয়েকটি ইউনিয়নের লোকজনের চলাচল রয়েছে এই সড়কে। যাত্রী পরিবহনে সড়ক দিয়ে শতশত অটো, ঈজিবাইক, ব্যাটারী চালিত রিকসা চলাচল করে। পন্যবাহি নানা যান এবং অনেক প্রাইভেট গাড়ির চলাচল রয়েছে ।
তবে সড়ক মেরামতে এখনো কোন উদ্যােগ নেয়নি সড়কটি রক্ষনাবেক্ষনের দায়িত্বে থাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।ী
আপনার মন্তব্য লিখুন