কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি রেমিট্যান্স যোদ্ধা নামে পরিচিত বীর প্রবাসী ভাইদের- আশরাফুল ইসলাম সুমন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২৬ পূর্বাহ্ণ , ২০ মে ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
দোয়ার মাধ্যমে শুরু হয়েছিল করোনায় ক্ষতিগ্রস্ত ১২০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। উপহার সামগ্রীতে ছিল…
★ ৮ কেজি চাউল★ ১ কেজি ডাউল★ ১ কেজি তৈল★ ১ কেজি পিঁয়াজ★ ১ প্যাকেট সেমাই★ ১ প্যাকেট (৭৫ গ্রাম) গুড়া দুধ★ আধা কেজি চিনি★ ১টি সাবান (বড় লাইফবয়)
এই মহৎ কাজে প্রায় ৪৫ জন আর্থিকভাবে অংশগ্রহণ করার পাশাপাশি অগণিত মানুষজন মেধা আর শ্রম দিয়ে সম্পৃক্ত ছিলেন। কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি দেশের অর্থনীতিকে সচল রাখার অন্যতম মূল কারিগর, রেমিট্যান্স যোদ্ধা নামে পরিচিত বীর প্রবাসী ভাইদের।
সমাজে একা একা কাজ করা আর সবাই মিলে কাজ করার মাঝে আকাশ-পাতাল পার্থক্য বিদ্যমান। যত বেশি মানুষ সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হবে, সমাজ তত লাভবান হবে। সকলেই চায় হৃদ্যতাপূর্ণ সাম্যের সমাজ প্রতিষ্ঠা হোক; তবে প্রত্যেক ভালো কাজের সাথে সমাজস্থ বেশি বেশি মানুষদের সংযুক্ত করার তীব্র কঠিন সংকল্পের পণ করতেই হবে।
আপনার মন্তব্য লিখুন