২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ইসলামি ঐতিহ্যের এক অপার নিদর্শন সম্পূর্ণ ৫ গম্বুজ মসজিদটি#

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:১৯ পূর্বাহ্ণ , ১৮ মে ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মনির হোসেন টিপুঃ ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে উপজেলার আড়াইসিধা গ্রামে ছোরত আলী বেপারী বাড়িতে অবস্থিত ৫ গম্বুজ বিশিষ্ট জামে মসজিদটি ব্রাহ্মণবাড়িয়া জেলার ইসলামি ঐতিহ্যের এক অপার নিদর্শন। সম্পূর্ণ মসজিদটি ছিল চিনা মাটির কারুকার্য খচিত।পুনঃ সৌন্দর্যবর্ধনে অবশ্য কিছু কিছু জায়গায় রঙের ব্যবহার হয়েছে।ইংরেজি ১৪ ফেব্রুয়ারি,১৯১৬ খ্রিঃ, বাংলা ২ ফাল্গুন, ১৩২৩ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হওয়া ১০৪ বছরের পুরনো মসজিদে রয়েছে এক গম্বুজ বিশিষ্ট একটি আকর্ষণীয় মিনার। এর ভিতরের চোখ ধাঁধানো নকশা দর্শনার্থীদের মুগ্ধ করে তুলে।মসজিদের সামনে রয়েছে একটি সুবিশাল পুকুর এবং মুসল্লিদের ওযু, গোসলের সুবিধার্থে পুকুরে রয়েছে একটি শানবাঁধানো ঘাট। এই পুকুরের একটি বিশেষত্ব হল প্রতিদিন শত শত মানুষ গোসল করলেও আল্লাহর অশেষ কৃপায় এর পানি শীত/গ্রীষ্ম কখনো নষ্ট হয় না।
এটি ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম এলাকার প্রথম ইটের তৈরি মসজিদ যার দেয়ালের অধিক পুরুত্ব শীত গ্রীষ্মে মুসল্লিদের নাতিশীতোষ্ণ অনুভূতি এনে দেয়। মসজিদের ওয়াক্‌ফের আওতায় রয়েছে ২০ বিঘা জমি।মসজিদের পাশেই রয়েছে একটি কবরস্থান। আড়াইসিধা গ্রামের কৃতিসন্তান আশুগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ছোরত আলী বেপারী সাহেবের ব্যক্তিগত উদ্যোগ এবং অর্থায়নে প্রতিষ্ঠিত এই মসজিদটি ব্রাহ্মণবাড়িয়ার ইসলামি ইতিহাস,ঐতিহ্যের একটি অনন্য স্থাপনা হয়ে ঠিকে আছে গৌরবে সৌরভে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন