৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

করোনাকে টেক্কা দিয়ে সরিষাবাড়ীতে জমে উঠেছে ঈদের বাজার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ , ১৫ মে ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃ নাসিম উদ্দিন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুর সরিষাবাড়ীতে ইতিমধ্যে জমে উঠেছে ঈদের বাজার। প্রতিবছরের ন্যায় সরিষাবাড়ীর প্রতিটি মার্কেটে প্রচুর লোকজনের সমাগম হয়। যদিও করোনার কারণে ধারণা করা হচ্ছিলো এই বছর ঈদের মার্কেটে তেমন একটা ক্রেতা পাওয়া যাবে না, তবে সেই ধারণা পাল্টে যায় ১০ তারিখের আগে থেকেই। জানা যায়, সরিষাবাড়ী উপজেলায় আরামনগর এবং শিমলা বাজারকে ঘিরে এই ঈদের মার্কেট জমে উঠে, এবারও তার ব্যতিক্রম কিছু খুঁজে পাওয়া যায় নি। আগের তুলনায় যদিও গত কয়েকদিন প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা যায় তবুও প্রশাসনের নাকের ডগায় এই সকল বাজার চলছে, গত কয়েকদিন সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য না মানায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়, তারপরও কোন সুফল আসছে না। সরিষাবাড়ীতে এখন পর্যন্ত ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যাদের অধিকাংশই ভালো আছে বলে জানিয়েছেন সিভিল সার্জন, জামালপুর ।

এ বিষয়ে শিমলা এবং আরামনগরে বাজারে কেনাকাটি করতে আসা কিছু ক্রেতার সাথে কথা বলে জানা যায়,” সামনে ঈদ, বাচ্চা বায়নে করেছে যে তাকে নতুন জামা কাপড় কিনে দিতে হবে, তাই বাজারে আসা”। কেউ বলেন,” নতুন জামা কাপড় কিনে না দিলে ভাতই খাবে না”। কেউ বলছে ‘আমি বাজারে আসছি লোকজন দেখতে’।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন