৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

হাজী মাহমুদুল হক ভূঁইয়ার খাদ্য সামগ্রী উপহার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:২০ পূর্বাহ্ণ , ১৩ মে ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

আমি মাহমুদল হক ভুইয়ার কোনো ক্ষমতা নাই, আপনাদের জন্য কিছু করার-সবি মহান আল্লাহ তায়ালার ইচ্ছা। আমি উসিলা মাত্র, আমি আমার ক্ষুদ্রক্ষুদ্র সামর্থ থাকে সামান্য কিছু নিত্য পন্য সামগ্রি উপহার হিসেবে আপনাদের পৌঁছাতে পারি,আমি জানি তা অতি নগন্য। তারে পরেও আমার মনে একটুখানি শান্তি লাগে, যখন আপনারা আমার দিকে তাকিয়ে একটু হাসেন। আপনাদের এই হসিটাই আমার জীবনের সবচেয়ে দামি জিনিস। আপনাদে সাধারণ মানুষের মুখের হাসি টুকৃ আজীবন অটুট রাখতে, আমি আমার সামর্থের সবটুকু বিলিয়ে দিতেও এতঁটুকু দ্বিধা করবোনা। আসি কিছুই চাইনা,শুধু আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।।— মাহমুদল হক ভুইয়ার।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন