জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়ার তত্ত্বাবধানে আশা এনজিও কর্তৃক প্রদত্ত খাদ্য সহায়তা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ , ১৩ মে ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ডেস্ক রিপোর্টঃ আজ ১৩ মে ২০২০ বুধবার , ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়ার তত্ত্বাবধানে আশা এনজিও কর্তৃক প্রদত্ত খাদ্য সহায়তা ৫০০ জন ব্যক্তির মাঝে বিতরণ করা হয়। পরবর্তীতে কর্মহীন হয়ে পড়া ৩০০ জন দর্জি, গৃহকর্মী, পরিবহন শ্রমিক, ভাসমান ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব হায়াত – উদ- দৌলা খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব ইলিয়াস মেহেদি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আল মামুন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর জনাব পঙ্কজ বড়ুয়া,আশা এনজিও এর বিভাগীয় সমন্বয়ক মো: সাজেদুল ইসলাম সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন