৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

কোভিড-১৯ মোকাবেলায় যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রথম ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ , ১২ মে ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

স্টাফ রিপোর্টারঃ অদ্য ১২ ই মে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিলার বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)-এর সম্মুখসারির কর্মী ও কোভিড-১৯ চিকিত্‌সা কেন্দ্রগুলোর জন্য অত্যাবশ্যকীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এফএসসিডি-র সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মোমেনের কাছে হস্তান্তর করেন। এর মধ্যে রয়েছে ৩০০টি হ্যাজম্যাট স্যুট, ১,০০০টি কেএন৯৫ সার্জিক্যাল মাস্ক, ৮০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার, এবং ৫০০ জোড়া সার্জিক্যাল গ্লাভস; এই সকল উপকরণ স্থানীয়ভাবে বাংলাদেশে প্রস্তুত। বাংলাদেশে কোভিড-১৯ মোকাবেলায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সহায়তা পরিকল্পনার অংশ হিসেবে এটাই প্রথম ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বিতরণ। বাংলাদেশের জনগণের পাশে থাকার যুক্তরাষ্ট্রের জোরালো অঙ্গীকার এখন আগের চেয়েও বেশি প্রতীয়মান। কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ সরকারের চলমান উদ্যোগের পরিপূরক হিসেবে ২২ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিতে পেরে আমরা গর্বিত; এই সহায়তা গত ২০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশকে দিয়ে আসা ১ বিলিয়ন ডলারের স্বাস্থ্য সহায়তার সাথে যুক্ত হলো।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন