৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লেখালেখি করায় ইয়াবা দিয়ে পুলিশে সোপর্দ!

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ , ১১ মে ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ডেস্ক রিপোর্টঃ মাদক বিক্রেতা ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের বাসিন্দা এম এস কে মাহাবুবকে (৪০) ঘর থেকে ডেকে নিয়ে প্রচণ্ড মারধর করে ইয়াবা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা অবসরপ্রাপ্ত শিক্ষিকা সালেহা খাতুন (৬৮)।

আজ রবিবার সন্ধ্যায় গণমাধ্যমের কাছে ছেলেকে ফিরে পেতে কান্নাজড়িত কণ্ঠে এ অভিযোগ করে ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

শিক্ষিকা সালেহা খাতুন জানান, তার ছেলে এম এস কে মাহাবুব (৪০) নবীনগর লেখক ফোরামের সঙ্গে জড়িত ও সমাজের নানা অসংগতি নিয়ে নিয়মিত ফেসবুকে লেখালেখি করেন। বিশেষ করে নবীনগরের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধেই তিনি বেশি বেশি ফেসবুকে পোস্ট দেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন