২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

বাংলাদেশে করোনা আপডেটঃ একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী সনাক্ত; নতুন মৃত্যু ১১

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ , ১১ মে ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

স্টাফ রিপোর্টারঃ দেশে গত ২৪ ঘন্টায় ৭ হাজার ২০৮টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে নতুন রোগী শনাক্ত হয়েছে ১০৩৪ জন।

আজ করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, দেশে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯এ আক্রান্ত হয়ে নতুন সংক্রমন সহ সর্বমোট করোনা রোগীর সংখ্যা বেড়ে হলো ১৫ হাজার ৬৯১ জন।

ব্রিফিংয়ে বলা হয়, দেশে করোনায় আক্রান্ত হয়ে নতুন ১১ জনের মৃত্যুসহ ২৩৯ জনের মৃত্যু হলো।

এদিকে আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা আরও ২৫২ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. নাসিমা বলেন, এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ২ হাজার ৯০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

দেশে করোনাভাইরাসে অর্থাৎ কোভিড-১৯এ প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন