৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

১৯৪ কেজি গাঁজাসহ আশুগঞ্জে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার- তিনটি পিকআপ জব্দ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ , ৮ মে ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ডেস্ক রিপোর্টঃ গতকাল বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৯৪ কেজি ৫শত গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। সকাল সোয়া ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোলচত্বর এলাকায় পৃথক চারটি অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় গাঁজাবাহি তিনটি ট্রাক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের মোঃ ফজর আলী (৩৩) ও একই এলাকার মোঃ শুভ (২৫), টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ভাড়ারিয়া গ্রামের মোঃ হাফিজুর রহমান (২০) ও একই উপজেলার জামতৈল গ্রামের মোঃ শিমুল মিয়া (২১), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নয়নপুর গ্রামের মোঃ তৈয়ব আলী-(২৯), গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার মির্জাপুর গ্রামের সোহরাব- (২৫), রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বকতিপুর গ্রামের মোঃ জামাল হোসেন-(২৮)। র‌্যাব জানায়, আশুগঞ্জ গোলচত্ত্বর এলাকায় একটি পিকআপ ভ্যান তল্লাশী করে আসামী মোঃ ফজর আলী ও মোঃ শুভকে সাড়ে ৩৮ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। সকাল সাড়ে ৮টায় আরেকটি ট্রাক তল্লাশী করে মোঃ শিমুল মিয়া ও মোঃ হাফিজুর রহমানকে ৫৬ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৮ হাজার টাকা এবং সকাল সোয়া ৯টায় মোঃ তৈয়ব আলী ও সোহরাব (২৫) কে ৪০ কেজি গাঁজা ও সকাল সোয়া ১০টায় একটি পিকআপ ভ্যান তল্লাশী চালিয়ে মোঃ জামাল হোসেনকে ৬০ কেজি গাঁজা ও মাদক বিক্রির ১ হাজার ৯শত টাকাসহ গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায় উদ্ধারকৃত মাদকের মূল্য ৫৮ লাখ ৩৫ হাজার টাকা। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন