৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

“পাশে আছি আমরা “র ৫ম পর্যায়ের কর্মসূচি শুরু

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ , ৭ মে ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

নিজস্ব সংবাদদাতাঃ আজ”পাশে আছি আমরা “র ৫ম পর্যায়ের কর্মসূচি পরিচালনাঃ

প্রফেসর ফাহিমা খাতুনের পরিচালনায় ও নিবিড় তত্বাবধানে শিক্ষা পরিবারের সদস্যদের নিয়ে গড়া “পাশে আছি আমরা” করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে কর্মহীন, নিম্নআয় ও অসহায় মানুষের জন্য সহায়তা কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে।

আজ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মসূচির ৫ম পর্যায়ে ৬০ জন বেদে ও ৪০ জন তৃতীয় লিঙ্গের মোট ১০০জনকে জনপ্রতি ১০০০ টাকা করে মোট ১,০০,০০০ টাকা প্রদান করেন “পাশে আছি আমরা” র প্রধান পৃষ্ঠপোষক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (গ্রেড-১) ও ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন।

এ পর্যন্ত ৫ ধাপে মোট ১৩৭৫টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ, অ আর্থিক অনুদান বাবদ মোট ৯,২২,২১৮.০০ টাকা বিতরণ করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব পংকজ বড়ুয়া, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হামজা মাহমুদ,সাংবাদিক মো.আরজু, জেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক এস আর এম ওসমান গনি সজীব, মডেল গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব পারভীন অাক্তার, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক জনাব সাহিদুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন