দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ৭৯০ জন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ , ৬ মে ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
স্টাফ রিপোর্টারঃ দেশে গত ২৪ ঘন্টায় ৬ হাজার ২৪১ জনের নমুনা পরিক্ষায় করোনাভাইরাসে নতুন রোগী শনাক্ত হয়েছে ৭৯০ জন। আগের দিন ৫ হাজার ৭১১ জনের করোনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৯৯ হাজার ৫৯৩ জনের নমুনা। দেশে এখন ৩৩টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।
আজ করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, দেশে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯এ আক্রান্ত হয়ে নতুন সংক্রমন সহ সর্বমোট করোনা রোগীর সংখ্যা ১১ হাজার ৭১৯ জন।
ব্রিফিংয়ে বলা হয়, দেশে করোনায় আক্রান্ত হয়ে নতুন ৩ জনের মৃত্যুসহ মোট মারা গেছেন ১৮৫ জন। নতুন ৩ জন এর মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।
নতুন করে কেউ সুস্থ হননি তবে বাসায় থেকে চিকিৎসা নেওয়া রোগীদের সুস্থ হওয়ার তথ্য এখানে নেই। যদিও প্রায় ৭৯ শতাংশ রোগী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
দেশে করোনাভাইরাসে অর্থাৎ কোভিড-১৯এ প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আপনার মন্তব্য লিখুন