কালবৈশাখী ঝড়ে গাইবান্ধা বিধ্বস্ত, গাছ চাপায় যুবকের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ , ৬ মে ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
গাইবান্ধা প্রতিনিধিঃ কালবৈশাখীর ছোবলে গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন এক যুবক। জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত্যু ব্যক্তির স্বজনদের হাতে দেওয়া হয়েছে দশ হাজার টাকা। জানা গেছে, মঙ্গলবার ( ৫ মে) বিকেলে আকস্মিকভাবে কালবৈশাখী ঝড়ো হাওয়া শুরু হয়। প্রায় দেড়ঘণ্টা চলে কালবৈশাখের তান্ডব। এতে জেলার সাঘাটা উপজেলার বেশ কয়েকটি গ্রামে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। অপর দিকে গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কাচারী পাড়া গ্রামের হবিবর রহমান মন্ডলের ছেলে ইউনুছ আলী (৩২) উপড়ে পড়া কৃঞ্চচূড়া গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। ঝড়ো হাওয়ায় সময় একটি টিনসেড সেলুনে বসে ইউনুছ চুল কাটাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শী সেলুন মালিকের ছেলে আপেল মিয়া জানায়, আমি সেলুনে নিহত ইউনুস আলীর চুল কাটার পর দাড়ি সেভ করছিলাম। হটাৎ আকাশ মেঘ করে চারদিকে অন্ধকার হয়ে যায়। এসময় বাতাসের তীব্র গতিতে কিছু বুঝে ওঠার আগেই পাশে থাকা কৃঞ্চচূড়ার গাছটি উপড়ে পড়ে দোকানের উপর। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। আপেল আরো জানায়, এই ঘটনায় আমার পা টিনে কেটে গেছে। বেশি ক্ষতি হয়েছে বাবার। তার বুক এবং পায়ের চামড়া ছিলে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে এসেছি। আল্লাহ আমাকে ও বাবাকে হেফাজত করেছে। গাইবান্ধার জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, এটি প্রাকৃতিক দুর্যোগ। খবর পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে দশ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য লিখুন