২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

আইনমন্ত্রীর খাদ্য সহায়তা পেল ৯০০ পরিবার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ , ৪ মে ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

কসবা-প্রতিনিধি\ করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া খেটেখাওয়া মানুষ ও হতদরিদ্রদের খাদ্য সহায়তা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গ্রামের ৯০০ পরিবারের মাঝে এই খাদ্য সহায়দা প্রদান করা হয়। মাদলা গ্রামের সোনারবাংলা অ্যাডভোকেট সিরাজুল হক উচ্চ বিদ্যালয় মাঠে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া মন্ত্রীর পক্ষে খাদ্য সহায়তা তুলে দেন। এ সময় বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন ভূইয়া, বায়েক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহরিয়ার কবির, সাধারণ সম্পাদক প্রফেসর নজরুল, কসবা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক কাজী মানিক ও সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম, বায়েক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক সুজন মাহমুদ উপস্থিত ছিলেন।
কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া জানান, সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নে আইনমন্ত্রী আনিসুল হক মানুষকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি মন্ত্রীর নির্দেশে দলীয় নেতাকর্মীরাও দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন। খাবারের প্রয়োজন হলে মন্ত্রীর পক্ষ থেকে দলীয় নেতাকর্মীরা সবার বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন