৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রাণ কার্যক্রম তত্ত্বাবধায়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ সভা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ণ , ৩০ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

আজ ২৮ এপ্রিল ২০২০ মঙ্গলবার, জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য ব‍্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম তত্ত্বাবধায়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও সমন্বয় সাধনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব বাংলাদেশ ট্রেড এন্ড ট‍্যারিফ কমিশনের চেয়ারম্যান জনাব তপন কান্তি ঘোষ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। মতবিনিময় শেষে সচিব মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মানবিক খাদ্য সহায়তা বিতরণের চলমান কর্মসূচির আওতায় ৫৫০ জন ব‍্যক্তিকে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে খাদ্য সহায়তা তুলে দেন। একইসঙ্গে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট ও ব্রাহ্মণবাড়িয়া বক্ষব‍্যাধি হাসপাতালের করোনা রোগীদের চিকিৎসা ব‍্যবস্থার প্রয়োজনীয় অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি সার্বিক খোঁজখবর নেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন