সুহিলপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেই পরিবারের পাশে ইউএনও
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ , ২৭ এপ্রিল ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
ডেস্ক রিপোর্টঃ রোববার মধ্যরাতে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের খলাপাড়া এলাকার সাঈদুর রহমান ভুইয়ার বসত ঘর অগ্নিকান্ডে পুড়ে যায়। এতে তার প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও রমজান মাসে এই ঘটনায় হতভম্ব হয়ে দিশেহারা হয়ে যায় পরিবারটি
সেই পরিবারের পাশে দাঁড়ালেন সদর উপজেলা নির্বাহী অফিসার পংকজ বড়ুয়া। সোমবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বান্ডিল টিন, নগদ ১০ হাজার টাকা, পরিবারের সদস্যদের জন্য ২০ কেজি চাল, দুই কেজি চিনি, দুই কেজি ডাল, দুই কেজি ছোলা সহ প্রদান করেন তিনি। এছাড়াও তার পঞ্চম শ্রেনী পড়ুয়া মেয়ের জন্য বই খাতা প্রদান করেন। পাশাপাশি সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম ভুইয়া তার ছেলেমেয়েদের জন্য জামা কাপড় প্রদান করেন। একই সময় সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর আরও দুই বান্ডিল টিন প্রদানের ঘোষণা দেন।
এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন