৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

নাসিরনগরে সেই প্রবাসীর পরিবারে করোনায় আক্রান্তের সংখ্যা ৬জনে দাঁড়ালো

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ , ২৭ এপ্রিল ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ডেস্ক রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বভাগের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া মালয়েশিয়া ফেরত প্রবাসীর আরও এক ছোট ভাইয়ের(১৯) করোনা সনাক্ত হয়েছে। এনিয়ে মারা যাওয়া ওই প্রবাসী সহ তার পরিবারের ৬জনের করোনা সনাক্ত হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অভিজিৎ রায়।

তিনি বলেন, মারা যাওয়া ওই প্রবাসীর ছোট ভাইয়ের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পিসিআর ল্যাবে গত ১৮এপ্রিল পাঠিয়ে ছিলাম। সোমবার সকালে পাওয়া তার পিসিআর রিপোর্টে পজিটিভ এসেছে। এর আগে মারা যাওয়া ওই প্রবাসীর স্ত্রী, শিশু সন্তান ও দুই ভাইয়ের করোনা সনাক্ত হয়। তারা আইসোলেশনে আছে। এখন নতুন আক্রান্ত হওয়া ছোট ভাইকেও আইসোলেশনে পাঠানো হবে। এনিয়ে একই পরিবারের ৬জন সহ নাসিরনগর উপজেলায় ৭জনের করোনা সনাক্ত হলো।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন